পদ্মা সেতু দুর্নীতি মামলার ফের অনুসন্ধান শুরু দুদকের

দুদক ও পদ্মা সেতু
দেশে এখন
0

পদ্মা সেতু দুর্নীতি মামলার ফের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার বিভিন্ন তথ্য ও উপাত্ত হাতে পেয়েছে সংস্থাটি।

এর মধ্যে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সংশ্লিষ্টদের পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে কি কি ভূমিকা ছিল, তার উপাত্ত হাতে পেয়েছে তারা।

এর আগে গেল জানুয়ারিতে পদ্মা সেতুর মামলা পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয় কমিশন। গঠন করা উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি।

২০১২ সালে একই ঘটনার অনুসন্ধানে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপড়েনের মধ্যে ৭ জনকে আসামি করে মামলা করে দুদক। যে মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।

তবে অদৃশ্য কারণে মামলাটি পরিসমাপ্তি করে তৎকালীন দুদকের বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চপ্পু কমিশন। ৫আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতের পর পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও অনুসন্ধানে নামে সংস্থাটি।

সেজু