চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত

সরকারি আদেশ অমান্য করে শাটডাউন

চট্টগ্রাম
চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার জাকির হোসেন
দেশে এখন
0

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে কাস্টম হাউজ বন্ধ রাখার দায়ে চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ জারি হয় মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে। প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে এনবিআর একটি নির্দেশনা জারি করেছিল, যাতে কর্মকর্তাদের যথারীতি অফিসে উপস্থিত থাকার কথা বলা হয়। কিন্তু কমিশনার জাকির হোসেন সে আদেশ অমান্য করে নিজে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ রেখে আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটান।

এর ফলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়, যা ‘গুরুতর প্রশাসনিক ব্যত্যয়’ হিসেবে বিবেচিত হচ্ছে। বরখাস্তের পাশাপাশি কমিশনার জাকির হোসেনকে সাত কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ঘটনার সূত্রপাত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন থেকে। কয়েক সপ্তাহ ধরে চলা কলম বিরতির ধারাবাহিকতায় ২৮ ও ২৯ জুন শাটডাউন কর্মসূচি পালন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট, আমদানি-রপ্তানির ব্যাপক ভোগান্তি এবং রাজস্ব আদায়ে স্থবিরতা তৈরি হয়।

এ ঘটনায় আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জাতীয় রাজস্ব বোর্ড বলেছে, শৃঙ্খলা বজায় রাখা ও সুশাসন নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতির আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দায়িত্বে অবহেলা বা রাজনৈতিক প্রভাবে কাজ বন্ধ করে দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ইএ