ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের প্রত্যাশা বিএনপির, সিলেটে ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি
দেশে এখন
1

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার—এমন প্রত্যাশা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ৭ জুলাই) সকালে সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব।’

মির্জা ফখরুল বলেন, ‘বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।’

এসময় তিনি দাবি করেন, বর্তমানে দেশে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা এবং হাজারো নেতাকর্মীর প্রাণহানি ঘটেছে।

সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় অংশ নিতে সকাল ৯টায় সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব।

এনএইচ