আজ (সোমবার, ৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংস্কার আলোচনার দ্বিতীয় দফার ১০ম দিনের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, ‘কমিশন সংশোধিতভাবে সব পক্ষের বক্তব্যকে ধারণ করে চূড়ান্ত প্রস্তাবনা তৈরির চেষ্টা করছে। জুলাই সনদের সময় ঘনিয়ে আসছে, তাই দলগুলোকে সময়ের স্বল্পতা বিবেচনায় রেখে সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘যদিও সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়, তবু যেসব বিষয়ে ঐকমত্য সম্ভব, সেগুলো নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’
আজকের বৈঠকে জরুরি অবস্থা ঘোষণা, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ এবং সংসদে নারীর আসন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এসময় আলী রীয়াজ সব দলকে আলোচনার ইতিবাচক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।