বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য বিষয়াদি বাস্তবায়নে অগ্রগতি ও সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করা হয়।
এতে কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার ব্রিগে. আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
এসময় ঐকমত্য কমিশনের পক্ষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।