চব্বিশের অভ্যুত্থানে গণহত্যার উৎসাহদাতা শিক্ষকদের শাস্তি চেয়েছে সাদা দল

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল
দেশে এখন
0

চব্বিশের অভ্যুত্থানে গণহত্যার উৎসাহদাতা হিসেবে অভিযুক্ত শিক্ষকদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের প্লাটফর্ম সাদা দল। সেই সঙ্গে অভ্যুত্থানে বিক্ষোভকারীদের ওপর গুলির নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বিচার চেয়েছেন তারা।

আজ (রোববার, ১৩ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিএনপিপন্থি শিক্ষকদের প্লাটফর্ম- সাদা দলের মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন শিক্ষকরা।

তারা অভিযোগ করেন, ৩ আগস্ট গণবভবনে শেখ হাসিনাকে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য পরামর্শ দেন কিছু শিক্ষক। অভিযুক্ত সেসব শিক্ষকদের বিচার না হলে অভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতি অবিচার হবে মন্তব্য করেন তারা।

এএইচ