সারাদেশে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে বিভিন্ন আয়োজন

‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে র‍্যালি
দেশে এখন
0

সারাদেশে নানা আয়োজনে পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস’। দিনটি উপলক্ষে সারাদেশে শোক র‍্যালি, আলোচনা সভা, আলোকচিত্রসহ বিভিন্ন আয়োজন রয়েছে।

আজ (বুধবার, ১৬ জুলাই) সকালে দিনটি উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বর্ণাঢ্য র‍্যালি। এসময় র‍্যালিতে অংশ নেয় শিক্ষক-শিক্ষার্থীরা। 

র‍্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে গোলচত্বরে গিয়ে শেষ হয়। এসময় বক্তারা জুলাই আন্দোলনে শইদের স্মৃতিচারণ করেন। 

এদিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি। 

পরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রদর্শন করা হয় আলোকচিত্র।

এসএইচ