কারফিউতে জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ

কন্ট্রোল রুমে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আসিফ মাহমুদ
দেশে এখন
0

গোপালগঞ্জে আগামী ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়েছে। এ পরিস্থিতিতে জীবন-মৃত্যুর মত পরিস্থিতি না হলে সাধারণ জনগণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (বুধবার, ১৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি বলেন, ‘গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মত পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না।’

আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাস |ছবি: এখন টিভি

তিনি বলেন, ‘সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রা*সীদের *** ভেঙে দেয়া হবে।’

পোস্টের শেষে আসিফ মাহমুদ বলেন, ‘পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ।’

এএইচ