অসুস্থ হয়েও মঞ্চে বসে বক্তব্য দিলেন জামায়াত আমির

মঞ্চে বসে বক্তব্য রাখছেন জামায়াত আমির
দেশে এখন
0

জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সমাবেশে বক্তব্য দেয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। তবে অসুস্থ হলেও মঞ্চে বসেই তিনি বক্তব্য দেন।

সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এতে সভাপতিত্ব করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

দলটির আমির বিকাল ৫টা ২০ মিনিটে স্টেজে উঠে বক্তব্য দেয়ার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে স্টেজে লুটিয়ে পড়েন। বেশ কয়েক মিনিট তিনি স্টেজে বসে থাকেন। হুট করে অসুস্থ হয়ে পড়লে উপস্থিত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তৎপর হয়ে উঠেন স্বেচ্ছাসেবকরা।

এরপর দ্বিতীয় দফায় দাঁড়িয়ে কথা কথার বলার চেষ্টা করলেও ব্যর্থ হন শফিকুর রহমান। গরমের কারণে অসুস্থ হন বলে জানান জামায়াত আমির। পরে তিনি স্টেজে বসে নিজের বাকি বক্তব্য চালিয়ে যান।

তিনি বলেন, ‘একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে, ইনশাআল্লাহ।’

এএইচ