সূত্র জানায়, ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া এক মামলায় বিগত তিনটি জাতীয় নির্বাচনের ভোটসংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। ওই মামলার ভিত্তিতে ৩ জুলাই নির্বাচন কমিশনে চিঠি দেয় পিবিআই। এরপরই বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে ইসি।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করে তা পিবিআইকে দেয়া হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত বিগত তিন জাতীয় নির্বাচন ঘিরে নানা অভিযোগ ও বিতর্ক রয়েছে। বিরোধীদলের অংশগ্রহণ ছাড়াই একতরফা ও জালিয়াতির অভিযোগে এসব নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশ্ন তোলা হয়েছিল। নির্বাচন আয়োজন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কর্মকর্তারাও এবার তদন্তের আওতায় আসছেন।