জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘চলতি মৌসুমে দেশে সারের ঘাটতি নেই, তবে টপ সয়েল (উপরিভাগ মাটি) ভালো রাখার জন্য সারের ব্যবহারের কম করা উচিত। সারের পর্যাপ্ত সরবরাহ আছে।’
এসময় সচিবালয়ে কৃষি উপদেষ্টার কাছে সাংবাদিক প্রশ্ন ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে তা গম আমদানি মধ্য দিয়ে কমবে কি না?
কৃষি উপদেষ্টা বলেন, ‘গম উৎপাদন এবার ভালো হয়েছে, তবে নিয়ম মেনেই গম আমদানি করা হচ্ছে, চাহিদা অনুযায়ী ঘাটতি হবে না। যতটুকু দরকার ততটুকু আমদানি করা হচ্ছে গম।’
সবশেষে জানান, খাদ্য চাহিদা মেটাতে কৃষকের অবদান সবচেয়ে বেশি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়া পরপরই দেশে বন্যা হয় পাঁচ জেলায়, এর সঙ্গে ২৪ জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয় বলেও জানান তিনি।