সায়েদুর রহমান বলেন, ‘এ পর্যন্ত মোট ২৭ জন মারা গেছে। মরদেহগুলোর মধ্যে ২৫ জন শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক। এর মধ্যে একজন শিক্ষিকা রয়েছেন। হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে ৭৮ জন। এর মধ্যে বার্ন ইন্সটিটিউটের আইসিইউতে ৫ জন ও ঢাকা মেডিকেলের আইসিইউতে দুজন আছেন।’
তিনি বলেন, ‘২০টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে বার্ন ইনস্টিটিউট থেকে ১০, সিএমএইচ থেকে ৮ জন। এছাড়া ঢাকা মেডিকেল থেকে একজন এবং ইউনাইটেড মেডিকেল থেকে একজন। এছাড়াও ৬টি মরদেহ শনাক্ত হয়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে।’
গতকাল (সোমবার, ২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত ও ১৭১ জন আহতের তথ্য পাওয়া গেছে।