উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের শোক

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
দেশে এখন
0

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আজ (মঙ্গলবার, ২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে শোক জানায় দেশটি।

পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো বলেছে, ‘উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ কঠিন সময়ে যারা আহত ও তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা।’

দেশটি এ ঘটনায় প্রাণহানির জন্য শোকের পাশাপাশি আহত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করছে।

উল্লেখ্য, গতকাল (সোমবার) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হন।

এসএস