দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ (শনিবার, ২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জেলার শহিদ মিনার থেকে জুলাই পদযাত্রায় অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বেরির পাড় সভাস্থলে গিয়ে শেষ হয়।
দুপুরে মৌলভীবাজারের অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
শুরুতেই এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ৩ আগষ্ট রাজপথ থেকে জুলাই সনদ আদায়ের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারের আশ্বাসে তারা আর বিশ্বাস রাখতে চায় না। এ সময় সব ষড়যন্ত্র রুখে দিয়ে সবাইকে এক থাকার আহ্বান জানান দলের সদস্যসচিব আখতার হোসেন ।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা আর সরকারের কথা বিশ্বাস করতে চাই না। জনগণের ঘোষণাপত্র এখন রাজপথে জনগণই দেবে।’
আখতার হোসেন বলেন, ‘কোনো ধরনের জাতিগত ভেদাভেদে আমরা আর থাকতে চাই না। এ বাংলাদেশকে রক্ষা করতে হলে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে একত্রিত হতে হবে।’
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, বিভিন্ন শক্তি সংস্কার, নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে। অন্তর্বর্তী সরকার তরুণদের আশাহত করেছে উল্লেখ করে দলটির এ শীর্ষ নেতা অভিযোগ করেন, পুলিশ হত্যার দায় ’২৪ এর যোদ্ধাদের ওপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা চলছে।
তিনি বলেন, ‘একটি নতুন বাংলাদেশ লাগবে। একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরোনো সিস্টেমে, পুরোনো আইনে আমরা আর বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে কিছু রাজনৈতিক শক্তি।’
মৌলভীবাজারের পর কিশোরগঞ্জে পদযাত্রায় অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি।