রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাক্তার মো. নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘যারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় যাবেন তাদেরও নিয়মিত হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে। সেই সাথে আহত শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক জীবনের ফিরিয়ে আনতে নিয়মিত কাউন্সেলিংয়ের মাধ্যমে পরিচর্যা অব্যাহত রাখা হবে।’
মো. নাসির উদ্দিন বলেন, ‘দ্রুত সুস্থ করে তোলার জন্য চিকিৎসা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে টিম গঠন করা হচ্ছে।’