আজ (বুধবার, ৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি জানান, এ সংক্রান্ত দাবি-আপত্তি গ্রহণ করা হবে ১০ আগস্ট পর্যন্ত। পরে আসনভিত্তিক শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, ‘পঞ্চগড়, সিরাজগঞ্জ, ঢাকা, গাজীপুর, সিলেটসহ বিভিন্ন সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে টেকনিক্যাল কমিটি ৪২টি আসনে ছোট-বড় সংশোধনের প্রস্তাব দিয়েছে। নির্বাচন কমিশন এসব প্রস্তাব বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
আরও পড়ুন
ইসি আনোয়ারুল বলেন, ‘বিশেষায়িত কমিটির প্রস্তাব অনুযায়ী, এবার বাগেরহাটে একটি আসন কমবে এবং জনসংখ্যা বিবেচনায় গাজীপুরে একটি আসন বাড়বে। আসনপ্রতি গড় জনসংখ্যা ৪ লাখ ২০ হাজার ধরে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের বিশেষায়িত কমিটির প্রতিবেদন প্রথমে সংসদীয় আসন পুনর্নির্ধারণ সংক্রান্ত কমিটির কাছে জমা দেয়া হবে। এরপর এ কমিটির সুপারিশ নির্বাচন কমিশন সচিবালয় কমিশনের সভায় উপস্থাপন করবে। কমিশনের অনুমোদন পেলে ঠিক কতটি আসনের সীমানায় পরিবর্তন আসছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ইতোমধ্যে ৭৬টি সংসদীয় আসন নিয়ে ছয় শতাধিক সীমানা সংক্রান্ত দাবি ও আপত্তি জমা পড়েছে নির্বাচন কমিশনে। এসব দাবি-আপত্তি কখন নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এর আগে, ১০ জুলাই নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, জনসংখ্যার ভারসাম্য ও ভোটার সংখ্যার সমতা নিশ্চিত করতেই এ বিন্যাস করা হচ্ছে। বাস্তবতার নিরিখে কতটুকু পরিবর্তন আনা সম্ভব, তা বিশেষায়িত কমিটি বিবেচনা করে কাজ করছে।