‘দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে হতে হবে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং সংস্কারমুখী’

কথা বলছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
দেশে এখন
0

জাতি গঠনের সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে হতে হবে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং সংস্কারমুখী।’

মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) শেষ হয়েছে তিন সপ্তাহব্যাপী স্ট্রাটেজিক লিডারশীপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্স ২০২৫/২।

প্রধান অতিথি হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অংশগ্রহণকারী ৪৫ জন ফেলোর হাতে সনদপত্র তুলে দেন।

কোর্সে অংশ নেন সামরিক-বেসামরিক খাতের শীর্ষ কর্মকর্তারা, যাদের মধ্যে ছিলেন চিকিৎসক, প্রকৌশলী, কূটনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষাবিদরা।

সেনাপ্রধান বলেন, ‘পরিবর্তনশীল ভূরাজনীতি, প্রাকৃতিক দুর্যোগ ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রশিক্ষণ কার্যকর নেতৃত্ব তৈরিতে বড় ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনডিসির ফ্যাকাল্টি, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকরা।

সেজু