জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবি নিয়ে জুলাই আন্দোলনকারীরা সকালেই ব্যারিকেড দেয় শাহবাগের চারপাশের সড়কে। এতে আশপাশে সৃষ্টি হয় যানজট।
আন্দোলনকারীরা বলছেন, ’৭১ এবং ’২৪ এর ভিত্তিতে স্থায়ী সংবিধান তৈরি করতে হবে। জুলাইয়ের আহত ও নিহতের ঘটনা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়ার দাবি জানান তারা।
আরও পড়ুন:
পতিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে আন্দোলনকারীরা জানান, গণহত্যার বিচার না হলে তারা কঠোর আন্দোলন করবেন।
তারা বলছেন, জুলাইয়ের ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র যতক্ষণ না দেয়া হবে ততক্ষণ শান্তিপূর্ণ অবস্থা কর্মসূচি চালিয়ে যাবেন তারা।