ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বৃহস্পতিবার বিকেলে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। এসময় হঠাৎ একটি চাকা বিকট শব্দে ফেটে গেলে, সেখানে কর্মরত দু’জনই আহত হন।
আহত অবস্থায় তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। তবে দুর্ঘটনায় কোনো বিমান বা স্থাপনার ক্ষয় ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। দুই কর্মী বিমানবন্দর রক্ষণাবেক্ষণের আউটসোর্সিংয়ে কর্মরত বলে জানান তিনি।
আহত যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তারা হচ্ছেন রুমান মিয়া ও এনামুল হক। তাদের মধ্যে রুমান মিয়া মারা গেছেন বলে জানায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া এনামুল হক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।