আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনাসদরের ব্রিফিং-এ নানা বিষয়ে কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এবং কর্নেল স্টাফ কর্নেল মো: শফিকুল ইসলাম।
তারা বলেন, গোপালগঞ্জে কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলকে নয়, বরং যাদের জীবন হুমকির মুখে পড়েছে তাদেরকেই উদ্ধার করেছে সেনাবাহিনী।
এ সময়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন বা কারো কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি সেনাবাহিনী।’