গোপালগঞ্জে সেনাবাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি: সেনাসদর

মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম
দেশে এখন
0

গোপালগঞ্জে সেনাবাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। বিচারপতির নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এমন তথ্য জানিয়ে সেনাসদর।

আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনাসদরের ব্রিফিং-এ নানা বিষয়ে কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এবং কর্নেল স্টাফ কর্নেল মো: শফিকুল ইসলাম।

তারা বলেন, গোপালগঞ্জে কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলকে নয়, বরং যাদের জীবন হুমকির মুখে পড়েছে তাদেরকেই উদ্ধার করেছে সেনাবাহিনী।

এ সময়, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন বা কারো কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি সেনাবাহিনী।’

এএইচ