এসময় রবীন্দ্র সরোবর, মিরপুর রোড, সাইন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক অতিক্রম করেন অংশগ্রহণকারীরা। পরে দোয়েল চত্বর, বঙ্গবাজার ঘুরে র্যালিটি নগর ভবনে গিয়ে শেষ হয়।
এরপর অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘শহরকে পরিষ্কার রাখতে নিজেদের উদ্যোগী হতে হবে।’
তিনি বলেন, ‘বাড়ির আঙিনা ও আশপাশের সব স্থানে খেয়াল রাখতে হবে যেন পানি জমে না থাকে।’
এছাড়া এডিস মশা নিধনের ওপর গুরুত্বারোপ করে ডিএসসিসি প্রশাসক জানান, সাইকেল ব্যবহারে নগরবাসী আগ্রহী হলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।