দুই সপ্তাহের মধ্যে সৌদি-বাংলাদেশ চুক্তি: আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল
দেশে এখন
0

আগামী দু'সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ (শনিবার, ২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে রেমিট্যান্স যোদ্ধা দিবস -২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, প্রবাসীদের জন্য একটি উন্নতমানের প্রবাসী কল্যাণ হাসপাতাল নির্মাণের চিন্তা রয়েছে যেখানে চাকরি করবে প্রবাসীরা এবং চিকিৎসা সেবাও নিবে প্রবাসীরা।

তিনি বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধাদের পাঠানো অর্থের ওপর ভিত্তি করে দেশের অর্থনীতির গতি সচল রয়েছে তাই প্রবাসীদের কল্যাণে সব ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার চেষ্টা করছে মন্ত্রণালয়।’

এএইচ