আজ (রোববার, ৩ আগস্ট) ভোরে রান্নার সময় এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রিপনের ভাই রাসেল জানান, সকালে ভাবি রান্না করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘরের গ্যাস লাইনে লিকেজ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে প্রতিবেশীদের সহায়তায় তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাই।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়। রিপনের শরীরের ৮০ শতাংশ এবং হাফিজার ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনেরই শ্বাসনালী দগ্ধ হওয়ায় অবস্থাও আশঙ্কাজনক।