নির্বাচনে সজাগ আইনশৃঙ্খলা বাহিনী, মব আগের চেয়ে কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
দেশে এখন
0

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে মবের তৎপরতা আগের তুলনায় কমেছে। যদিও আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, তবে সরকার অব্যাহত চেষ্টা করে যাচ্ছে। আজ (সোমবার, ৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘৫ আগস্টকে ঘিরে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।’

উপদেষ্টা জানান, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় যে দল বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাদের বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে। নির্বাচনও এই পুলিশ বাহিনী দিয়েই হবে বলেও জানান তিনি।

এনএইচ