এছাড়া আওয়ামী লীগ শাসনামলে গুম-খুন, গণহত্যা ও নিপীড়নের বিচারের পাশাপাশি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র সংস্কারের উল্লেখ থাকবে ঘোষণাপত্রে।
এটি প্রকাশ উপলক্ষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে ব্যাপক প্রস্তুতি। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ ড্রোন শো’র আয়োজন থাকছে।
বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠান শুরু হবে কলরব ও সাইমুম শিল্পীগোষ্ঠীর গান দিয়ে। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় পরিবেশিত হবে আর্টসেলের গান।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
গেলো বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর ওই ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেয়া হয়। তখন ঐক্যের স্বার্থে অভ্যুত্থানের সবপক্ষকে সঙ্গে নিয়ে ঘোষণাপত্র তৈরির আশ্বাস দেয় সরকার।