তবে বেলা ৩টার দিকে পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ঢাকা কলেজের দিকে সরে গেছে। এর আগে আজ সকালে প্রথমে ঢাকা কলেজের সামনে জড়ো হয় তারা। এরপর সেখান থেকে বিক্ষোভ ও মিছিল কর্মসূচি শুরু করে।
বেলা ১টার দিকে তারা সড়ক অবরোধ করলে সায়েন্সল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়। প্রায় আধাঘণ্টার মতো তারা সেখানে অবস্থান করে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তালিকায় থাকা এসব কলেজকে আলাদা করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠন করা হবে চলতি বছরের মার্চে জানায় সরকার।
পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।
কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।