এ বিষয়ে ইসির নির্দেশনায় উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি আজ (বুধবার, ৬ আগস্ট) সব জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নাম-ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য পাঠাতে বলা হয়েছে।
এর আগে, গত ২৪ জুলাই পিবিআই নির্বাচন কমিশনের কাছে এসব তথ্য চায়। আর ৩ জুলাই পিবিআই বিগত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তথ্যও চেয়ে চিঠি দেয়।