যাত্রীর প্রাণরক্ষায় বাংলাদেশ বিমানের ফ্লাইটের ইস্তাম্বুলে জরুরি অবতরণ

ইস্তাম্বুলে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
দেশে এখন
3

অসুস্থ যাত্রীর প্রাণ রক্ষার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বিজি-২০১ মেডিকেল ইমারজেন্সি ঘোষণা করে ডাইভার্ট করে ইস্তাম্বুলে জরুরি অবতরণ করানো হয়।

আজ, (বৃহস্পতিবার, ৭ আগস্ট) সিলেট থেকে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ২০৬ মাঝ আকাশে থাকাকালীন এক নারী যাত্রী অসুস্থ হয়ে পড়েন। ফ্লাইটটিতে থাকা যাত্রী শাহ শামসুন নেহার রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইটটি লন্ডনে না গিয়ে তুরস্কের ইস্তাম্বুলে জরুরি অবতরণ করে। পরে অসুস্থ ওই যাত্রী এবং তার সঙ্গে থাকা আরও দুজন যাত্রীকে ইস্তাম্বুল বিমানবন্দরে নামিয়ে দেয়া হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীর জীবন বাঁচানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসএস