গত এক বছরে দেশে গুমের ঘটনা নেই: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
দেশে এখন
0

গত এক বছরে বাংলাদেশে একটি মানুষও গুমের স্বীকার হয়নি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ (শুক্রবার, ৮ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে সংস্কৃতি কর্মী ও শিল্পীসমাজ আয়োজিত লাল জুলাইয়ের কবিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, ‘১৯৭১ ও ২০২৪ নিয়ে যারা বিতর্ক এনেছে তা অনাহুত, এ বিতর্ক বিভাজনের। ২৪ এর জুলাইয়ের সংগ্রাম ধারণ করতে গিয়ে অতীতের সংগ্রামের ইতিহাস ভুলে গেলে, ভবিষ্যতে জুলাইকে ভুলে যাওয়া লাগতে পারে।’

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য বিভিন্ন বেগমপাড়ায় যোগাযোগ শুরু করা হয়েছে জানিয়ে অতিদ্রুত এ অর্থ বাংলাদেশে ফেরত আনা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল।

রাজনৈতিক মতাদর্শ যা-ই থাকুক না কেন খুনি, লুটেরা, ধর্ষণের প্রতিবাদে সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি।

এসএস