তিনি বলেন, ‘শহিদদের রক্তের ওপর দাড়িয়ে আমরা ন্যায়বিচারের জন্য কাজ করছি। প্রত্যেকটা খুনিকে ধরে ধরে বিচার করা হবে।’ এসময় তিনি জুলাই-আগস্টে দেশের মানুষের ওপর চালানো গণহত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখতে বলেন তিনি।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারে ইচ্ছার কোনো অভাব নেই। কিন্তু সত্য প্রতিষ্ঠায় ও ন্যায় বিচারের স্বার্থে কাজ করতে কিছুটা সময় লাগছে।’ শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে না বলেও ঘোষণা দেন তিনি।
আরও পড়ুন:
আওয়ামী আমলে ক্যাঙ্গারু কোর্টের উদাহরণ টেনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, ‘এ সরকার আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করতে চায়। এ বিচার প্রক্রিয়া নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। না হলে আওয়ামী লীগ কোটি কোটি টাকা খরচ করে এ বিচারকে প্রশ্নবিদ্ধ করবে। সে সুযোগ আর দিতে চাই না।’
এ সময় ন্যায় বিচারের স্বার্থে কিছুটা সময় চান তিনি। বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।