জানা গেছে, আজ সকালে অসুস্থবোধ করায় তাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহফুজা খানমের স্বামী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি ঢাকার ইন্দিরা রোডে থাকতেন। তার ছেলে মাহবুব শফিক গণমাধ্যমকে জানান, তার মা আজ বেলা ১১টার দিকে শরীরচর্চার জন্য বের হয়েছিলেন। পথে অসুস্থ বোধ করেন। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
মাহফুজা-শফিক দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে ও মেয়ে পেশায় চিকিৎসক। ছোট ছেলে মাহবুব শফিক একজন আইনজীবী।
ডাকসুর এ নেত্রী ১৯৬৬-৬৭ ডাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়নের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি হয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৬ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন মাহফুজা খানম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও ছিলেন তিনি।
মাহফুজা খানম জাতীয় শিশু–কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসন ছিলেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা ছিলেন। এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২০২১ সালে একুশে পদক পান অধ্যাপক মাহফুজা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আগামীকাল (বুধবার, ১৩ আগস্ট) মাহফুজা খানমের মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রদ্ধা জানানো যাবে। তার জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এ জন্য বেলা একটায় তার মরদেহ সেখানে নেয়া হবে। রাজধানীর আজিমপুরে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।