সাদা পাথর লুটের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দিনাজপুর
ইউপি চেয়ারম্যান আলমগীর আলম
এখন জনপদে
দেশে এখন
0

সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটপাটের অভিযোগে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) ভোরে যৌথ অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে আটক করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া সিলেট জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, বালু ও পাথর লুটের একটি মামলায় আলমগীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তার ওয়ারেন্ট তামিল করা হয়েছিল।

প্রসঙ্গত, সাদা পাথর লুটের ঘটনার পর এ প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো।

আরও পড়ুন:

এর আগে, বুধবার (১৩ আগস্ট) বিভাগীয় ও জেলা প্রশাসনের জরুরি বৈঠকে লুণ্ঠিত পাথর সাদাপাথরে ফেরানোর উদ্যোগসহ পাঁচটি সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে একটি ছিল সাদাপাথরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়া এবং কোয়ারি এলাকায় সেনাবাহিনীসহ যৌথবাহিনী মোতায়েন করা।

বৈঠকের পর বুধবার রাত ৯টায় যৌথবাহিনী মাঠে নেমে অভিযান শুরু করে। রাত ১১টায় সাদাপাথরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়। ভোলাগঞ্জের আশপাশের এলাকা থেকে উদ্ধারকৃত লুট হওয়া সাদা পাথরের স্তূপ রাতেই যথাস্থানে পুনঃস্থাপন করা হয়। অভিযানে শ্রমিক ও যৌথবাহিনীর তৎপরতায় পাথরগুলো সরিয়ে নেয়ার কাজ চলছে।

ইএ