নির্বাচিত সরকারের আগেই বাজেটের রূপরেখা চূড়ান্তের আহ্বান পরিকল্পনা উপদেষ্টার

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
দেশে এখন
0

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, প্রকল্পগুলোর বাস্তবায়ন স্বাভাবিক গতিতে সম্পন্ন করতে এখন আর কোনো অজুহাত থাকবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই ডিসেম্বর বা জানুয়ারিতেই সংশোধিত বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (এডিপি) জমা দিতে হবে। নির্বাচিত সরকার আসার আগেই বাজেটের পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত করতে হবে।

আজ (রোববার, ১৭ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, ২০১৬ সালে অনুমোদন পাওয়ার পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু হয়নি, যার ফলে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ২০১৮ সালে ভূমি মন্ত্রণালয় প্রস্তাবিত স্থাপনাকে কৃষিজমি থেকে অ-কৃষি জমিতে রূপান্তর করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল। তবে পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র এখনও প্রয়োজন।

আরও পড়ুন

পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, ‘২০১৩ সালে শুরু হওয়া ঢাকার ওয়াসা প্রকল্প মূলত ভূগর্ভস্থ পানির দ্রুত নিম্নগতি রোধে নেওয়া হয়েছিল। প্রকল্পটি নির্ধারিত সময়ের অনেক আগে শেষ হওয়ার কথা থাকলেও এখন তা ২০২৯ সালে শেষ হওয়ার পথে।’

তিনি জানান, প্রকল্পে অনিয়ম ও সমন্বয়হীনতা রয়েছে কি না তা কেস স্টাডির মাধ্যমে যাচাই করা হচ্ছে, এবং বারবার প্রকল্প সংশোধন ও ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধির কারণও অনুসন্ধান করা হবে।

এনএইচ