একাত্তর ইস্যু দু’বার সমাধান হয়েছে, এটি অমীমাংসিত নয়: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠক
দেশে এখন
0

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, একাত্তরের ইস্যু অমীমাংসিত নয়। ১৯৭৪ সালে ঐতিহাসিক দলিলের মাধ্যমে এর সমাধান করা হয়েছে, পরে ২০০২ সালে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পাকিস্তান জাতির পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করেছেন।

আজ (রোববার, ২৪ আগস্ট) ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ইসহাক দার বলেন, ‘কাজেই একাত্তরের বিষয়টি দু’বার সমাধান হয়েছে। আমাদের এখন পরিষ্কার মন নিয়ে এগিয়ে গিয়ে দুই দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ নিতে হবে।’

তিনি আরও জানান, বৈঠকে ছয়টি বিষয়ে চুক্তি ও সমঝোতা হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে গতিশীল করবে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করছে ঢাকা ও ইসলামাবাদ।

এনএইচ