আজ (রোববার, ২৪ আগস্ট) ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ইসহাক দার বলেন, ‘কাজেই একাত্তরের বিষয়টি দু’বার সমাধান হয়েছে। আমাদের এখন পরিষ্কার মন নিয়ে এগিয়ে গিয়ে দুই দেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ নিতে হবে।’
তিনি আরও জানান, বৈঠকে ছয়টি বিষয়ে চুক্তি ও সমঝোতা হয়েছে, যা দুই দেশের সম্পর্ককে গতিশীল করবে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করছে ঢাকা ও ইসলামাবাদ।