ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
দেশে এখন
0

ঢাকার ধামরাইয়ের জয়পুরায় পূর্ব ঘোষণা ছাড়া মম ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বিক্ষোভ শুরু করার প্রায় এক ঘণ্টা পর শিল্প পুলিশ ও সেনাবাহিনী এসে তাদের সরিয়ে দেয়।

শ্রমিকরা জানান, সকালে কারখানায় এসে গেটে তালা ও কারখানা বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান তারা। নোটিশে বন্ড লাইসেন্স সংক্রান্ত জটিলতায় আমদানি বন্ধ ও ক্রয়াদেশ না পাওয়ায় কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

এর প্রতিবাদে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা চলতি মাসের পূর্ণ বেতন ও বিভিন্ন পাওনাদি পরিশোধসহ ছয় দফা দাবি তুলে ধরেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শিল্প পুলিশ ও সেনাবাহিনী। পরে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় তারা। তবে এরপরও শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে বলে আশ্বাস দেয়া হলে তারা ১০টার দিকে অবরোধ ছেড়ে দেয়।

এসএস