গণশুনানিতে অংশ নেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পরিবেশবাদি সংগঠনের প্রতিনিধি, ট্রাক পরিবহন মালিক সমিতির প্রতিনিধিসহ সাংবাদিক প্রতিনিধিও।
গণশুনানি শেষে বিকেল সাড়ে ৩টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তদন্ত কমিটির আহ্বায়ক জাহেদা পারভিন।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘পাথর লুট ইস্যুতে সিলেটে দুই দিন অবস্থান করে এর সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত ও তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন তারা। সংগ্রহীত এসব তথ্য উপাত্ত তদন্ত আমলে নিয়ে বিশ্লেষণ করে তারা তাদের প্রতিবেদন জমা দেবেন।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের দেয়া এ গুরুত্বপূর্ণ দায়িত্বে যেন কোনো ধরনের প্রভাব না পড়ে সেজন্য সকল বিষয় গোপনীয় রেখেই সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন তারা।’