আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকালে ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ড. মোস্তফা অভিযোগ করে বলেন, গত মার্চ মাসে কয়েকজন ব্যক্তি তার চেম্বারে প্রবেশ করে। এরপর তারা নগদ ১৫ লাখ টাকা এবং চেক নিয়ে সেখান থেকে চলে যায়। চেক হাতিয়ে নেয়ার মূল অভিযুক্তের নাম যাদু মিয়া, যিনি পরিচয় দেন জাতীয় পার্টির নেতা হিসেবে।
আরও পড়ুন:
এ ঘটনায় তিনি রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি করেছেন। ড. মোস্তফা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।