ঢাকায় ৯ মাস থেকে ১৫ বছরের শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা

টাইফয়েড টিকার প্রতীকী ফটো
স্বাস্থ্য
দেশে এখন
0

আগামী ১২ অক্টোবর থেকে ঢাকায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেয়া হবে। এই টিকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সকল স্বাস্থ্য কেন্দ্রে সরবরাহ করা হবে। তবে টিকা নিতে হলে শিশুর জন্মসনদ অনলাইনে জমা দিয়ে আবেদন করতে হবে।

আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগর ভবনে এক সভায় ডিএসসিসি এ তথ্য জানায়।

আরও পড়ুন:

এছাড়া সংস্থাটি জানায়, শিক্ষা প্রতিষ্ঠান এবং ইপিআই টিকাদান কেন্দ্র থেকেও শিশুরা এই টিকা নিতে পারবে। বাদ পড়া বা ছিন্নমূল শিশুদের জন্য এই কার্যক্রম ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

সেজু