ফাওজুল কবির খান বলেন, ‘যারা আন্দোলনের সঙ্গে জড়িত, তাদের অভিভাবক ও চাকরিদাতাদের সঙ্গে বসা হবে। হঠাৎ করেই তিন দফা বা সাত দফা বা তার খণ্ডিত অংশ মেনে নেয়ার ঘোষণা দেয়া যায় না। তাই আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। আন্দোলনের পর সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে, তাই নতুন আর কর্মসূচির প্রয়োজন নেই।’
সভায় উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রীধারী প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে ১৪ জনের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। যেখানে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রীধারীদের প্রতিনিধিসহ জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন। আজ থেকেই তারা কাজ শুরু করেছেন। সবার বক্তব্য তারা শুনবেন।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘এছাড়া শিক্ষার্থীরা চাইলে উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত কমিটিও তাদের বক্তব্য শুনবে। এক মাসের মধ্যে সরকারকে সুপারিশ করা হবে।’
সরকার গুরুত্ব দেয়ায় আন্দোলন করে জনদুর্ভোগ না করার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা।