আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন।
শিক্ষার্থীরা জানান, সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত কমিটির পুনর্গঠন করে প্রকৌশল শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে হবে।
এর আগে বিকেল ৫টার পরে বুয়েটের শহিদ মিনার থেকে ডিএমপির কার্যালয়ের অভিমুখে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি মৎস্য ভবন মোড়ে এলে পুলিশি বাঁধার মুখে পড়ে।
পরে সেখানেই সড়ক অবরোধ করে দাবিদাওয়ার পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। সেখানে পুলিশের রমনা জোনের এডিসির কুশপুত্তলিকা দাহ করে। এরপর শিক্ষার্থীরা অবস্থান নেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে। সেখানে নিজেদের দাবি তুলে ধরেন তারা।