গত অর্ধযুগে অসংখ্য হামলার শিকার হয়েছেন নুরুল হক নুর। গণঅভ্যুত্থানে প্রেক্ষাপট বদলালেও যেন নিয়তি বদলায়নি তার। আবারও হয়েছেন হামলার শিকার। এবার ভর্তি ঢাকা মেডিকেলের আইসিইউতে।
চিকিৎসকরা বলছেন, জ্ঞান ফিরেছে ঠিকই তবে এখনও শঙ্কামুক্ত নয়। জানান, মাথা ও নাকের হাড় ভেঙ্গেছে তার। শ্বাসকষ্ট হচ্ছে বলেও জানান তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন সহযোগী অধ্যাপক জাহিদ রায়হান বলেন, ‘নাক, কান, মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন নুর। মাথা ও নাকের হাড় ভেঙ্গেছে, এখনও শঙ্কামুক্ত নয়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। সকালে নুরুল হক নুরকে সিটি স্ক্যান ও এক্স-রে শেষে আবার আইসিইউতে পাঠানো হয়েছে।’
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘ডান চোখে রক্ত জমাট বেঁধেছে, শ্বাসকষ্ট হচ্ছে। এ হামলার নিন্দা জানাই। তাকে সর্বোচ্চ চিকিৎসা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।’
শনিবার তাকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, হত্যার উদ্দেশ্য পরিকল্পিতভাবে নুরুল হকের ওপর হামলা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তিনি।
আরও পড়ুন:
রাশেদ খান বলেন, ‘হত্যার উদ্দেশে পরিকল্পিতভাবে নুরের ওপর হামলা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তার অবস্থান স্পষ্ট করতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছি। সেনাবাহিনী দায় নিতে না চাইলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
তিনি বলেন, ‘বাথরুমের ভেতরে লুকিয়ে রক্ষা পায়নি গণঅধিকারের নেতাকর্মীরা। কার্যালয়ের ভেতরে হামলা হয়েছে। আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নই তবে যারা গতকাল হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছি।’
এ হামলার দায় সরকার এড়াতে পারে না উল্লেখ করে রাজনৈতিক দলের নেতারা জানান, সরকারকে এর ব্যাখ্যা দিতে হবে। সে সঙ্গে জুলাই শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
দেখতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানান, বাংলাদেশের মানুষ এ হামলা মেনে নিতে পারবে না। এরকম হামলা যেন আর পুনরায় না হয় সেদেশ গড়ার তাগিদ দেন তিনি।
ড. আব্দুল মঈন খান বলেন, ‘কেন নুরকে হামলা করা হলো? বাংলাদেশের কোনো মানুষ এ হামলা মেনে নিতে পারছে না। এরকম হামলা যেন আর পুনরায় না হয়, সেজন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে।’