নুরের ওপর হামলায় বিচারবিভাগীয় তদন্ত হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রেস সচিব
দেশে এখন
0

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (শনিবার, ৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলায় হাইকোর্টের বিচারকের নেতৃত্ব বিচারবিভাগীয় তদন্ত হবে।’

প্রেস সচিব বলেন, ‘হামলায় আহতদের সবার জন্য সর্বোচ্চ ভালো চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রয়োজনে দেশের বাইরে নেয়া হবে।’

এসময় তিনি বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলায় পরিবারকে ফোন দিয়ে সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিন্দা জানিয়েছেন তিনি।’

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, ‘বর্তমান পরিস্থিতি ও নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হবে কাল থেকে।’

আগামীকাল (রোববার, ৩০ আগস্ট) বৈঠকে অংশ নেবে বিএনপি, জামায়াত ও এনসিপি। এসময় তিনি বলেন, ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই নির্বাচন হবে। কোনো শক্তি বা ষড়যন্ত্রই নির্বাচন আটকাতে পারবে না।’

এসময়, প্রেস সচিব জানান, সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে কয়েকজন উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আরও কয়েকজনের জরুরি বৈঠক হয়েছে।

এএইচ