গ্রিনম্যান অ্যাওয়ার্ড দেয়া হয়েছে ৬ নাগরিককে

গ্রিনম্যান অ্যাওয়ার্ড
দেশে এখন
1

পরিবেশ খাতে সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় এবার গ্রিনম্যান অ্যাওয়ার্ড দেয়া হয়েছে ছয় নাগরিককে। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলনের পক্ষ থেকে এ পুরস্কার দেয়া হয়। এবার পরিবেশে বিশেষ অবদানের জন্য গ্রিনম্যান অ্যাওয়ার্ড পেয়েছেন তিনজন শিক্ষক এবং তিনজন সাংবাদিক।

এ উপলক্ষে প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জানান, বিভিন্ন সময়ে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে এমন অনেক প্রকল্প নিয়েছে সরকার। সেসব প্রকল্প প্রাণ প্রকৃতি ধ্বংস করছে। উদাহরণ স্বরূপ তারা রামপাল বিদ্যুৎকেন্দ্র, ঢাকা-চট্টগ্রাম রেলপথের কথা তুলে ধরেন।

বক্তারা আরও জানান, বিভিন্ন সময়ে উন্নয়ন ও পরিবেশকে মুখোমুখি দাঁড় করানো হয়। জনগণকে বোঝানো হয় উন্নয়ন মানেই কংক্রিটের ছোঁয়া। এ অপসংস্কৃতি থেকে মানুষকে বের হয়ে আসার অনুরোধ করেন বক্তারা।

সভা শেষে বিজয়ীদের হাতে স্মারক ও সনদ তুলে দেন অতিথিরা।

এবার গ্রিনম্যান অ্যাওয়ার্ড পেয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার শম্পা বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মো. সারোয়ার জাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মনিরুল এইচ খান।

এছাড়া দৈনিক খোলা কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. তানজিরুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. শহিদুল ইসলাম পিয়াস এবং সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মনিকা আফরোজ শিলা।

এসএস