‘রাজনৈতিক দলগুলোর সৌহার্দপূর্ণ সম্পর্ক ছাড়া গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার সম্ভব নয়’

বিএনপির কার্যালয়ে এনসিপির প্রতিনিধি দল
দেশে এখন
0

রাজনৈতিক দলগুলোর সৌহার্দপূর্ণ সম্পর্ক ছাড়া গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক সারজিস আলম। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি কাজ করবে বলেও প্রত্যাশা করেন তিনি।

আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় গুলশানে দলটির কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানায় এনসিপির প্রতিনিধি দল। তাদের সঙ্গে আধাঘণ্টা বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে ব্রিফিংয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘এ শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে গণতান্ত্রিক চর্চার সিঁড়ি অতিক্রম হলো। তবে সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়া যাবে না।’

বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা রাজনৈতিক দলগুলোকে রুখে দেয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ‘রাজনীতির মাঠে যত বিতর্ক হোক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতি ধরে রাখতে হবে। যাতে ভবিষ্যতে কেউ গণতন্ত্রকে ব্যহত করতে না পারে।’

রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।

এসএস