আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সংস্থাটির লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন।
এসময় তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে সব মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন। দলমত নির্বিশেষে জাতীয় স্বার্থে এগিয়ে আসতে হবে।’
আরও পড়ুন:
চৌধুরী আশিক জানান, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, আমদানি বৃদ্ধি, পরিবহন ব্যয় হ্রাস এবং মৎস্য খাতকে সমৃদ্ধ করা; এসব লক্ষ্য নিয়ে কাজ করবে মিডা। পর্যটন খাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে সংস্থাটি। ৬০ থেকে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে পুরো কমার্শিয়াল হাব থেকে ১৫০ বিলিয়ন ডলার জিডিপিতে যুক্ত হবে।
প্রত্যক্ষভাবে দেড় লাখ এবং পরোক্ষভাবে প্রায় আড়াই মিলিয়ন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।