‘গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের উগ্রপন্থি হিসেবে দেখানো হচ্ছে’

আব্দুল হাফিজ
দেশে এখন
0

গত এক বছরেরও বেশি সময় ধরে ভ্রান্ত প্রচারণা চালানো হচ্ছে, যেখানে গণঅভ্যুত্থানের আন্দোলনকারীদের উগ্রপন্থি হিসেবে দেখানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। তিনি জানান, এর মাধ্যমে পুলিশ কিংবা ফ্যাসিস্ট শাসন নয় বরং নির্দোষ মানুষের উপর দোষ চাপানো হচ্ছে।

আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) মিরপুর সেনানিবাসের এমআইএসটিতে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন:

আব্দুল হাফিজ বলেন, ‘এ ধরনের ভ্রান্ত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে, যা আজকের দিনে দৈনন্দিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সত্য ও মিথ্যা উভয় তথ্যই আগের চেয়ে বহুগুণ দ্রুত ছড়াচ্ছে। যার ফলে গুজব খুব সহজেই ছড়িয়ে যাচ্ছে।’

সেমিনারে বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার মোকাবিলায় প্রযুক্তিগত উদ্ভাবন, সুনির্দিষ্ট নীতি প্রণয়ন ও সচেতনতামূলক শিক্ষার গুরুত্বও তুলে ধরেন।

এসএস