বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে বেবিচক-পাকিস্তান সিভিল অ্যাভিয়েশনের বৈঠক

মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক ও নাদির শাফি দা
দেশে এখন
0

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটির মহাপরিচালক জনাব নাদির শাফি দার। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বেবিচকের সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষই সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এতে করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়বে বলে আশা করা হয়।

আরও পড়ুন:

এছাড়াও বৈঠকে ভবিষ্যতে বিমান চলাচল খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বেবিচকের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

ইএ