প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এস. আর. ও. নম্বর ৩৫৮-আইন/২০২৫ অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সংশোধন করেছেন।
এর ফলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘পাবলিক সিকিউরিটি ডিভিশন’ এবং ‘সিকিউরিটি অব সার্ভিসেস ডিভিশন’ নামে দুটি উপশাখা একত্রিত হয়ে একক কাঠামোয় পরিবর্তিত হয়েছে।
আরও পড়ুন:
২০১৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগে ভাগ করে।
২০২৪ সালের নভেম্বর মাসে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে এক করার নির্দেশনা দেন।
সম্প্রতি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে বিষয়টি অনুমোদন দেয়া হয়।