৪৪তম বিসিএসে দ্রুত গেজেট প্রকাশ ও নিয়োগ কার্যক্রম সম্পন্নের দাবি সুপারিশপ্রাপ্তদের

৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের সংবাদ সম্মেলন
চাকরির বাজার
দেশে এখন
0

৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা দ্রুত গেজেট প্রকাশ ও নিয়োগ কার্যক্রম সম্পন্নের দাবিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। প্রার্থীদের অভিযোগ, বিধি সংশোধনের জটিলতায় ফল প্রকাশের দুই মাস পেরোলেও নিয়োগ প্রক্রিয়া এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছে।

আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন ক্ষোভ ও দাবি জানান বক্তারা।

তারা জানান, ২০২১ সালের ৩০ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে শুরু হওয়া ৪৪তম বিসিএসে চূড়ান্তভাবে এক হাজার ৬৯০ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হলেও রিপিট ক্যাডার জটিলতায় প্রায় দেড় মাস আগে ফল পুনঃপ্রকাশের ঘোষণা দেয় সরকারি কর্ম কমিশন।

আরও পড়ুন:

কিন্তু এখনও বিধি সংশোধন সম্পন্ন না হওয়ায় ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। এতে প্রার্থীরা উদ্বেগ ও হতাশায় ভুগছেন বলে জানিয়েছেন।

তাদের দাবি, দ্রুত পুনঃফলাফল প্রকাশ অথবা বিদ্যমান ফলাফল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশ করে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্নের জন্য সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ডেডলাইন ঘোষণা করতে হবে।

এসএস