মাজার ভেঙে মরদেহ পুড়িয়ে দেয়া রাসূলের শিক্ষা নয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
দেশে এখন
1

মাজার ভেঙে মরদেহ পুড়িয়ে দেয়া রাসূলের (সা:) শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নানা ফতুয়া দিয়ে দেশে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তৌহিদী জনতার নামে দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে, এর পেছনে বিএনপি আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছে বলেও অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে নৈরাজ্য চলছে, তৌহিদী জনতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে।’

আরও পড়ুন:

শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে যেমন চক্রান্ত করছিল, আবারও সেই রকম ষড়যন্ত্র হচ্ছে কি না তা অন্তর্বর্তী সরকারকে খুঁজে বের করার আহ্বান জানান এই বিএনপি নেতা।

ভেতর থেকে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, ‘ভেতর থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। পাকিস্তান আমলেও মাজার আক্রমণ করা বা মরদেহ পুড়িয়ে দেয়ার ঘটনা শোনা যায়নি।’ হঠাৎ এমন নৈরাজ্য কেন করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এ নেতা।

ইএ